সঞ্জয়, সিনিয়র রিপোর্টার : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাউফল পৌরসভার আয়োজনে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কাটার আয়োজন করা হয়।
গত ১৭ ই মার্চ শুক্রবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় বাউফল পৌর কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু সব সময় শিশুদেরকে ভালবাসতেন এবং শিশুদেরকে নিয়ে খেলাধুলায় মেতে থাকতেন। তিনি শিশুদেরকে বেশি ভালবাসতেন কারন তিনি জানতেন যে এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতে না। চিত্রাংকন প্রতিযোগিতা শেষ করে তিনি শিশু কিশোর ও অভিভাবকদের নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, যুবলীগ সদস্য সুব্রত কুমার সাহা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।