দশমিনা মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন

নিউজটি শেয়ার করুন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : অসাম্প্রদায়িক ও জঙ্গীমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ৫২ তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে প্রথম প্রহরে দশমিনা থানা প্রশাসন ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবটির সূচনা শুরু হয়ে সব সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বঙ্গবন্ধু মুরালে পুস্পম্ভবক অর্পণ, নিরবতা পালন ও বিজয় দিবসের আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল ৮ টা ৪০ মিনিটে বিজয় দিবসের সালাম প্রদর্শন করেন দশমিনা-গলাচিপা ৩ আসনের স্হানীয় সাংসদ এস এম শাহজাদা এম পি, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান পরে কুচকাওয়াজ প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সম্মাণনা প্রদান।দেশ ও জাতির অগ্রগতির কামনায় উপজেলার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বিশেষ প্রার্থনা ও দোয়া মোনাজাত।

বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং গ্রাম ঐতিহ্যবাহী বাংলার লাঠিখেলা প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে সকল সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

 

শেয়ার করুন »

মন্তব্য করুন »