Spread the love
আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটির কুতুকছড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজে উঠার পর ব্রিজটি ভেঙে ট্রাক নিচে পড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনজনে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে তাদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
আজকালের কন্ঠ /এম