নিউজটি শেয়ার করুন
আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। তবে কী কারণে ঢাকা-কলকাতা রুটে সেবা স্থগিত করা হলো, তা জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজকালের কন্ঠ/ ই
মন্তব্যসমূহ »
Just beneath, are quite a few entirely not associated internet sites to ours, nonetheless, they may be certainly worth going over. Junette Ritchie Funda