Spread the love
আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ সাবরিনার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবীরা জানান, করোনা পরীক্ষা রিপোর্ট দেয়ায় প্রতারণার অভিযোগে করা মামলায় সাবরিনা চৌধুরীর জামিন হয়নি। জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট, যে মামলাটি এখন নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
আজকালের কন্ঠ / ই